গত ০৯ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে পাবনা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নব নিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ আঃ আহাদ, বিপিএম, পিপিএম (বার) মহোদয় বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভা পুলিশ সুপারের কার্যালয়,পাবনার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।তিনি শ্রদ্ধাচিত্তে আরো স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎস্বর্গকারী শহীদ বীর মুক্তি সেনাদের এবং সম্ভ্রম হারানো মা বোনদের। সভায় তিনি মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।পরিশেষে মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ ও লালন করে পেশাদারিত্বের সাথে পুলিশি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে গর্বিত অংশগ্রহণের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।