২১ মে রবিবার পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের সার্বিক তত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে “বঙ্গবন্ধু গ্যালারি’র” শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজীর আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা-২০ ও সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, সিরাজগঞ্জ জেলার মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, র্যাব ফোর্সেস, জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও ইউনিটের পুলিশ সুপারগণ, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। “বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়, মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ ও আগত অন্যান্য কর্মকর্তাবৃন্দদের জেলা পুলিশ, সিরাজগঞ্জের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।