জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কর্তৃক এক অভিযানে মোট ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে এক অভিযানে ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১৯-০১-২০২৩ খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির অন্তর্গত পশ্চিম রামচন্দ্রপুর হইতে ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ১। মোছাঃ তানিয়া (৩০), পিং-মৃত - আবুল কাশেম, মাতা-মোছাঃ আমেনা, স্বামী-মোঃ ফরিদ মন্ডল, সাং-বালিঘাটা(বালিঘাটা বাজার কলোনী), বর্তমান সাং-দরগাপাড়া পাইকড়তলী, ২। মোছাঃ জাহেরা বেগম(৫৫), স্বামী-মোঃ মমতাজ খান, সাং-পশ্চিম রামচন্দ্রপুর, উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। তাহাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, ধৃত ১নং আসামী মোছাঃ তানিয়ার বিরুদ্ধে পূর্বের দুইটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage