জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ০২ টি গাঁজার গাছ মোট ওজন ০৭(সাত)কেজিসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইং ১৭/১১/২২ খ্রীঃ সময় ২১:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম জয়পুরহাটের এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান, এএসআই(নিঃ) মোঃ ইসমাইল হোসেন, এএসআই(নিঃ) মোঃ সাজেদুর রহমান এবং সংগীয় ফোর্সসহ পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউনিয়নের আয়মা রসুলপুর (ধোপার পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ০২ (দুই)টি গাঁজার গাছ মোট ওজন ০৭(সাত) কেজিসহ আসামি ১। মোঃ আব্দুল হান্নান (৪২), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-আয়মা রসুলপুর (ধোপারপাড়া), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage