ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক সর্ব মোট ৬৫ (পয়ষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১ (এক)টি স্টিলের বার্মিজ চাকুসহ ০১ (এক) আসামী গ্রেফতার।

মাননীয় পু‌লিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়,  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলামগণ অভিযান পরিচালনা করিয়া ১৫-১১-২০২২ খ্রিঃ সময় ২৩.৫৫ ঘটিকায় ক্ষেতলাল থানাধীন ক্ষেতলাল পৌরসভার অন্তর্গত ভাসিলা চৌরাস্তার বকুলতলা মোড়ের উত্তর পার্শ্বে ইটাখোলা টু হিন্দা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ শাহজাহান ফকির (৪৫), পিতা- মোঃ রইচ উদ্দিন ফকির, সাং-বেলগাড়ী, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত (১)  ৬৫ (পয়ষট্টি) পিচ  ইয়াবা ট্যাবলেট, ওজন ৬.৫ ( ছয় দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুঃ ১৯,৫০০/- (উনিশ হাজার পাঁচশত) টাকা (২) ০১ (এক)টি স্টিলের ফোল্ডিং এক মুখি ধারালো বার্মিজ চাকু, যাহার বাটসহ লম্বা-১০ (দশ) ইঞ্চি, উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানার মামলা নং-১৭, তারিখ-১৬-১১-২০২২ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ 19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু করিয়া আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage