মাননীয় পুলিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলামগণ অভিযান পরিচালনা করিয়া ১৫-১১-২০২২ খ্রিঃ সময় ২৩.৫৫ ঘটিকায় ক্ষেতলাল থানাধীন ক্ষেতলাল পৌরসভার অন্তর্গত ভাসিলা চৌরাস্তার বকুলতলা মোড়ের উত্তর পার্শ্বে ইটাখোলা টু হিন্দা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ শাহজাহান ফকির (৪৫), পিতা- মোঃ রইচ উদ্দিন ফকির, সাং-বেলগাড়ী, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত (১) ৬৫ (পয়ষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৬.৫ ( ছয় দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুঃ ১৯,৫০০/- (উনিশ হাজার পাঁচশত) টাকা (২) ০১ (এক)টি স্টিলের ফোল্ডিং এক মুখি ধারালো বার্মিজ চাকু, যাহার বাটসহ লম্বা-১০ (দশ) ইঞ্চি, উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানার মামলা নং-১৭, তারিখ-১৬-১১-২০২২ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ 19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন রুজু করিয়া আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।