ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক সর্ব মোট ১৫২ (একশত বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) আসামী গ্রেফতার।

মাননীয় পু‌লিশ সুপার জয়পুরহাট স্যারের নির্দেশনায়,  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল রহিম, সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল, ড্রাইঃ কং/১২৭ মোঃ রুহুল আমিন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলাম,গণ অভিযান পরিচালনা করিয়া ১৫-১১-২০২২ খ্রিঃ সময় ২৩.৪৫ ঘটিকায় ক্ষেতলাল থানাধীন ৩নং মামুদপুর ইউপির অন্তর্গত ক্ষেতলাল টু আক্কেলপুর গামী পাকা রাস্তার ধনতলা নামকস্থানে জনৈক মোঃ রেজাউল করিম এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ হাসান আলী (২১), পিতা- মোঃ খাজাম উদ্দিন, মাতা- মোছাঃ জরিনা বেগম, সাং-দেওগ্রাম, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ১৫২ (একশত বাহান্ন) পিচ   ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১৫.২০ ( পনের দশমিক দুই শূন্য) গ্রাম,   মূল্য অনুঃ ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানার মামলা নং-১৬, তারিখ-১৬-১১-২০২২ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage