জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানা এলাকা হতে এক অভিযানে ০৬(ছয়) কেজি শুকনা গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় ১১-১১-২০২২ খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত বড়মানিক বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৬(ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মোঃ মাবুদ (৩৫), পিতা-মৃত মোকছেদ আলী মন্ডল, সাং-পশ্চিমমানিক, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুহাট গ্রেফতার করেন। তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাসহ মোট ০৮ টি মামলা বিচারাধীন রয়েছে।