ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক সর্ব মোট ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।

জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিঃ) মোঃমাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১. মোঃ মাজেদুল ইসলাম মাজেদ(২৮), পিতা-মোঃ আব্দুল মজিদ মন্ডল ,স্থায়ী: গ্রাম- জামালপুর (কুমারপাড়া) ২.মোঃ আব্দুল মালেক(৩৮), পিতা-মোঃ তাহের উদ্দিন সরদার ,স্থায়ী: গ্রাম- জামালপুর (সরদারপাড়া) উভয় থানা- জয়পুরহাট সদর, জেলা –জয়পুরহাটদ্বয়কে ১০০ (একশত) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুঃ ৩,০০০/- (তিন হাজার) টাকা সহ গ্রেফতার করেন এবং অপর দিকে এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী শ্রী  অসিম চন্দ্র দেবনাথ (২৮), পিতা-শ্রী মহিন্দ্র দেবনাথ  গ্রাম- দক্ষিণ হাটশহর, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে ১০০ (একশত) গ্রাম গাঁজা, মূল্য অনুঃ ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়। সর্ব মোট ০৩ (তিন) জন আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage