জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিঃ) মোঃমাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১. মোঃ মাজেদুল ইসলাম মাজেদ(২৮), পিতা-মোঃ আব্দুল মজিদ মন্ডল ,স্থায়ী: গ্রাম- জামালপুর (কুমারপাড়া) ২.মোঃ আব্দুল মালেক(৩৮), পিতা-মোঃ তাহের উদ্দিন সরদার ,স্থায়ী: গ্রাম- জামালপুর (সরদারপাড়া) উভয় থানা- জয়পুরহাট সদর, জেলা –জয়পুরহাটদ্বয়কে ১০০ (একশত) গ্রাম শুকনা গাঁজা, মূল্য অনুঃ ৩,০০০/- (তিন হাজার) টাকা সহ গ্রেফতার করেন এবং অপর দিকে এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্ষেতলাল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী শ্রী অসিম চন্দ্র দেবনাথ (২৮), পিতা-শ্রী মহিন্দ্র দেবনাথ গ্রাম- দক্ষিণ হাটশহর, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে ১০০ (একশত) গ্রাম গাঁজা, মূল্য অনুঃ ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়। সর্ব মোট ০৩ (তিন) জন আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।