হারানো মোবাইল এবং বিকাশ প্রতারনার টাকা উদ্ধার

গত ১৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ তারিখ জনাব মোঃ আকবর আলী মুনসী, , পুলিশ সুপার, পাবনা মহোদয় ও জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, পাবনা মহোদয়দ্বয়ের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আহসান হাবীব, এলআইসি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, পাবনার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের বিভিন্ন সময়ে হারানো মোবাইল উদ্ধার, বিকাশে সংক্রান্ত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল উদ্ধারঃ ১। পাবনা থানার জিডি নম্বর-১৫৩৭, তারিখ-২২ জুন ২০২২ খ্রিঃ মূলে মোঃ ইব্রাহীম ইকবাল রেজা, পিতা-মোঃ আলী রেজা, গ্রাম-পৈলানপুর, থানা ও জেলা-পাবনা এর Redmi Note 9T ২। পাবনা থানার জিডি নম্বর-৩৫৬, তারিখ-০৫জুন ২০২২ খ্রিঃ মূলে মোঃ পলাশ আলী, পিতা-মোঃ হায়াত আলী, গ্রাম-মালিগাছা, থানা ও জেলা-পাবনা এর Realme 7i ৩। ঈশ্বরদী থানার জিডি নম্বর-৩৯৫, তারিখ-০৭ এপ্রিল ২০২২ খ্রিঃ মূলে মোছাঃ সুমি খাতুন, স্বামী-মোঃ মিলন, গ্রাম-সাঁড়া ঝাউদিয়া শিমুলতলা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা এর Realme C20A ৪। সুজানগর থানার জিডি নম্বর-১০৫৪, তারিখ-২২ জুলাই ২০২২ খ্রিঃ মূলে মোঃ আবুল কালাম আজাদ বিপ্লব, পিতা-মোঃ আবু তাহের, গ্রাম-সুজানগর, থানা-সুজানগর, জেলা-পাবনা এর Poco M3 Pro 5G ৫। আতাইকুলা থানার জিডি নম্বর-১১২৫, তারিখ-২৬ মে ২০২২ খ্রিঃ মূলে মোঃ মিরাজুল ইসলাম, পিতা-মোঃ রেজাউল প্রামানিক, গ্রাম-সাখারিপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা এর Vivo Y20 ৬। সাঁথিয়া থানার জিডি নম্বর-১৩৫৯, তারিখ-৩০ জুন ২০২২ খ্রিঃ মূলে মোঃ ফরিদুল ইসলাম, পিতা-মোঃ সালাম আলী, গ্রাম-পুন্ডুরিয়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা এর Samsung Galaxy M02S বিকাশ সংক্রান্তঃ ৭। সাঁথিয়া থানার জিডি নম্বর-১৩৯৮, তারিখ-৩০ আগষ্ট ২০২২ খ্রিঃ মূলে মোঃ ইমরান হোসেন, পিতা-মোঃ রইচ উদ্দিন, গ্রাম-পূর্ব করমজা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা এর ২৯,৬০০/-(উনত্রিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার ৮। সুজানগর থানার জিডি নম্বর-৬৭, তারিখ-০২ জুলাই ২০২২ খ্রিঃ মূলে মোছাঃ সিমা খাতুন, স্বামী-মোঃ জহুরুল শেখ, গ্রাম-দুলাই, থানা-সুজানগর, জেলা-পাবনা এর ২১,৪৮০/-(একুশ হাজার চারশত আশি) টাকা উদ্ধার







সর্বশেষ সংবাদ
DIG Homepage