জয়পুরহাট স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্বাবধানে ক্ষেতলাল থানার এসআই (নিঃ) মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১. (CPD9R) মোঃ আনিছুর রহমান (৩৩), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মৃত- মফেলা বিবি , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ধামশুন্ডা, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটকে ০১ (এক)টি ০৩ (তিন) চাকা বিশিষ্ট ০৪ (চার) ব্যাটারী চালিত অটো রিক্সা যাহার রং-বেগুনী, অটো চার্জারের গাড়ির সামনে ও পিছনে বেঙ্গল মটরস লেখা ছিল, মূল্য অনুমান- ১,০০,০০০/- (একলক্ষ) টাকাসহ গ্রেফতার করিয়া ক্ষেতলাল থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ২৩ অক্টোবর, ২০২২ খ্রিঃ ধারা- ৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ ধারায় আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।