জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে আইডিএলসি'র সহায়তায় বাংলা হোপ নামক সেবাধর্মী প্রতিষ্ঠানকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অদ্য ০২-১০-২০২২ খ্রি. তারিখ রবিবার জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে আইডিএলসি'র সহায়তায় বাংলা হোপ নামক সেবাধর্মী প্রতিষ্ঠানকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার, জয়পুরহাট। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় আইডিএলসি'র সহায়তায় বাংলা হোপ নামক সেবাধর্মী প্রতিষ্ঠানকে ১০ (দশ)টি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশকে সারা বিশ্বের নিকট শান্তি প্রিয় বাংলাদেশ, উন্নয়নের জনপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। এইযে আমাদের অর্জন গুলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা স্বপ্ন দেখছি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এটাকে বাধাগ্রস্থ করার জন্য অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হয়ে আসছে। এই দেশকে কলঙ্কিত করার জন্য কোন কুচক্রী, কোন ষড়যন্ত্রকারী যাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করতে পারে, আমাদের অর্জনকে বাধাগ্রস্থ করতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পুলিশ সুপার মহোদয় আগামী দিনে দুস্থ অসহায় মানুষদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ, আইডিএলসি'র প্রতিনিধিগণ ও বাংলা হোপ নামক সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage