অদ্য ২৫ আগস্ট, ২০২২ তারিখ আলোচনা সভায় জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলা, পুলিশি সেবা দেওয়ায় কোন ধরণের অনিয়ম না হওয়ার প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, আমাদের একটি টিমের মত কাজ করে সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে হবে এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) এবং সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।