বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকীতে ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর শ্রদ্ধা নিবেদন

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএ, পিপিএম, বাংলাদেশ পুলিশ। পরবর্তীতে জেলা প্রশাসন রাজশাহী'র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক, রাজশাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‍''মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা'' শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage