জেলা গোয়েন্দা শাখা,পাবনা এর পৃথক পৃথক দুটি অভিযানে পাবনা জেলার পাবনা সদর থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ৬৫ গ্রাম হেরোইন এবং অপর একজন মাদক ব্যবসায়ী কে ২৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার দুটি অভিযানিক দল গত ইং ২৪/০৭/২০২২ তারিখ পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর পুর্বপাড়া সাকিনস্থ হেমালয় গার্মেন্টস এর সামনে অভিযান চালিয়ে ১। মাদক ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৩০), পিতা-মোঃ মুনসুর আলী ঘুটু ,সাং-লস্কারপুর, থানা-পাবনা সদর, জেলা- পাবনা কে ১৮০(একশত আশি) পুড়িয়া হেরোইন যাহার মোট ওজন ৬৫(পয়ষাট্টি) গ্রাম এবং অপর একটি বিশেষ টিম পাবনা জেলার পাবনা সদর থানাধীন রাজাপুর পশ্চিম পাড়া এলাকা হতে ২। মোঃ রাজিব হোসেন (২১), পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং রাজাপুর পশ্চিমপাড়া, থানা ও জেলা পাবনাকে ২৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।