বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান

বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান সুজানগর থানার ধারাবাহিক অভিযানে অবৈধ বালু ব্যবসায়ীদের বালু কাটার দুইটি ড্রেজার এবং দুইটি ভলগেট সহ গ্রেফতার। পাবনা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে সুজানগর থানার একটি অভিযানিক দল গত ইং ২১/০৬/২০২২ তারিখ ১৮.৩০ ঘটিকায় সুজানগর থানাধীন নাজিরগঞ্জ ইউপির অন্তগর্ত গোপালপুর গ্রামস্থ ভূমি অফিসের উত্তর পাশে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে বালু কাটার দুইটি ড্রেজার মেশিন ও দুইটি বালু ভর্তি ভলগেট সহ ছয় জন অবৈধ বালু ব্যবসায়ীকে গ্রেফতার করে। অতপর বালু কাটার দুইটি ড্রেজার মেশিন এবং দুইটি ভলগেট জব্দ করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। ধৃত অবৈধ বালু ব্যবসায়ীরা হলোঃ ১. মোঃ আল-আমিন (৩৮) পিতা-মোঃ মতিউর রহমান সাং নলগুনিয়া থানা- সরনখুলা জেলা-বাগেরহাট। ২. মোঃ সাহেব আলী(২২) পিতা-মোঃ জালাল খা সাং জোকুড়া থানা- রাজবাড়ী জেলা-রাজবাড়ী। ৩. মোঃ সোহেল রানা (২০) পিতা-মোঃশামসুল বিশ্বাস সাং খলিশাখালী থানা-মোহাম্মদপুর জেলা-মাগুড়া। ৪. মোঃ শফিক সরদার (৩৭) পিতা-মোঃ হাচেন সরদার সাং চর নারায়নপুর থানা ও জেলা- রাজবাড়ী। ৫. মোঃ নয়ন খা (৩৮) পিতা-মৃত হযরত আলী সাং চর রাওগা থানা- আমতলী জেলা-বরগুনা। ৬. মোঃ পান্নামীর (৪২) পিতা-মৃত আরোজ আলী সাং গোপালকাঠি থানা- ও জেলা- বাগেরহাট। বৈধ বালুমহাল ব্যতীত অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে। বৈধতার নামে কেউ বালু উত্তোলন করলে বালু মহাল ব্যবস্থাপনায় নিয়োজিত জেলা প্রশাসন কে অবহিত করুন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage