১৯ জুলাই ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে "মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ২০২২" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। প্রধান অতিথি মহোদয় পুলিশ লাইন্স অফিসার্স মেসের সামনে মুক্তিযুদ্ধ ভিত্তিক ম্যুরাল "মুক্তির অমর কাব্য" উদ্বোধন করেন এবং "রাধাচূড়া" গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বগুড়ায় করোনায় মৃত পরিবহন মালিকদের পরিবার ও দুস্থ শ্রমিকদের আর্থিক প্রণোদনা হিসেবে ১২টি পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রর্ত্যাবর্তনে ৫০ জন পুরুষকে ৫০টি ভ্যানগাড়ি ও ১৫ জন নারীকে ১৫টি সেলাই মেশিন প্রদান করেন।