ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জুয়া খেলার অপরাধে ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক সর্ব মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার।

জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা, জয়পুরহাটের দিক নিদের্শনায় ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ কাজী রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৫ জুলাই, ২০২২,তারিখ রাত্রী ১৯.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া ক্ষেতলাল থানাধীন খুঞ্জিয়াপাড়া গ্রামস্থ জনৈক মো: দিলবর ওয়ার্ড কাউন্সিলর এর ডিপ মেশিন ঘরের পুর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় হইতে টাকা বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় ১. মোঃ সাহাজুল প্রামানিক(২৪), পিতা-মোঃ আঃ সাত্তার প্রাং ,স্থায়ী: গ্রাম- জিন্দারপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- কালাই, জেলা -জয়পুরহাট, ২. মোঃ আকাশ ইসলাম(২২), পিতা-মোঃ বাবু ইসলাম ৩. মোঃ আশরাফ আলী মন্ডল(৪১), পিতা-মোঃ ফিরাজ মন্ডল উভয়ের গ্রাম- খুঞ্জিয়াপাড়া ৪. মোঃ মেহেদী হাসান(৩২), পিতা-মৃত আঃ জলিল , গ্রাম- ভাসিলা, সকলের থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটগণদের গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জন পাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের হেফাত হইতে সর্ব মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা ও ২। ০১(এক) সেট DON তাস ৩। ০২টি সাদা প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। আসামীদের জুয়া আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage