পুঠিয়া থানা কর্তৃক ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভেজাল গুড় এবং ভেজাল গুড় তৈরির উপকরণসহ গ্রেফতার ০৭ জন।

জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) , পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহরাওয়ার্দী হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-২৭/০৫/২০২২  তারিখ পুঠিয়া থানাধীন জিউপাড়া বগুড়াপাড়া গ্রামস্থ জনৈক আলহাজ্ব আজমল খান হেকিম এর ধানের চাতালে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল গুড়ের পাটা সর্বমোট ৪৬ পিচ, ওজন ৭৬২ কেজি এবং ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দসহ ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট মূল্য অনুমান ২,০৩,৩৭০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে চিনি, চুন, ফিটকিরি ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করে দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে আসছে মর্মে জানায়। আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  উক্ত আসামীদের ইং-২৮/০৫//২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage