আইন শৃংখলা রক্ষার পাশে মানবিক কাজে বিট পুলিশিং।শিশু আকাশের পড়ালেখার ব্যবস্থা হল। আমিনপুর থানা মোঃ আকাশ শেখ (১৪), পিতা-মোঃ ইলিয়াস শেখ, সাং-টাংবাড়ী পশ্চিম পাড়া, থানা-আমিনপুর, জেলা-পাবনা গত ১৩/০৫২০২২ তারিখ সকাল অনুমান ০৮ঃ৪৫ ঘটিকার সময় থানায় এসে মৌখিকভাবে জানান যে, সে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়াশুনা করে এবং লেখাপড়া করতে চায় কিন্তু তার বাবা তাকে লেখাপড়া করাবে না এবং কাজ করে রোজগার করতে বলে, মারপিট করে। এসআই শাহীন জরুরী ডিউটিতে থাকায় তাৎক্ষণিকভাবে তার বাড়িতে গিয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন আকাশ অত্যন্ত মেধাবী এবং পড়াশোনা করার অদম্য ইচ্ছা। তার বাবা বলে "আমি গরীব মানুষ, অভাব অনটনে থাকি, সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয় অনেক সমস্যা।" আকাশ পড়ালেখা করে বড় হতে চায়, বিষয়টি আকাশের বাবা মা কে বুঝিয়ে তারা তাকে লেখাপড়া করাতে রাজি হয়, আমিও তার হাতে সামান্য কিছু টাকা দিয়ে দেই এবং তার লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেয়া সহ আকাশ যাহাতে এ বছরের জেএসসি পরীক্ষা ভালোভাবে দিতে পারে সেজন্য পরীক্ষার সময় আমি যেখানেই থাকিনা কেন তার জামা কাপড় দেয়ার আশ্বাস প্রদান করেন, সেখানে উপস্থিতি সকলেই খুব খুশি হয় এবং আকাশকে ভালভাবে লেখাপড়া করার উৎসাহ প্রদান করে। মান্যবর আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম( পার ) মহোদয় উদ্ভাবিত বিট পুলিশিং এর ফলে পুলিশের প্রতি সমাজের মানুষের আস্হা বেড়েছে আকাশের থানায় আসা তার প্রমান ই বহন করে।। আকাশ কিন্তু অন্য জায়গায় বা গিয়ে থানায় এসেছে,ওর মনে এই বিশ্বাস জন্মেছে পুলিশ পারবে,এই বিশ্বাসের প্রতি ইতিবাচক সাড়া দিতে পাবনা জেলা পুলিশকে সকল সময় নির্দেশনা প্রদান করেন পুলিশসুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। আমরা বিশ্বাস করি পুলিশের ইতিবাচক সাড়া যত বেশি দেয়া যাবে পুলিশের প্রতি মানুষের আস্থা তত বেশি বাড়বে।