জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জয়পুরহাট কর্তৃক হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট থানা এলাকা হতে ২৫ গ্রাম হেরোইন ও ১০০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানা এলাকায় ০৯-০৫-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত আরামনগর হতে ২৫ গ্রাম হেরোইন ও ১০০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ শাকিল আহাম্মেদ (৩২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-বাকিলা চৌধুরীপাড়া, বর্তমান শ্বশুরঃ মোঃ আনিসুর রহমান, সাং-আরামনগর, ২। মোঃ সুলতান মাহমুদ(৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ধানমন্ডি, উভয় থানা ও জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল আহাম্মেদ এর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ও গ্রেফতারকৃত আসামী মোঃ সুলতান মাহমুদ এর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage