চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ০৪নং পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ী এলাকায় ইং ০৩/১২/২০২১ তারিখ দিবাগত রাত্রী অর্থাৎ ০৪/১২/২০২১খ্রিঃ ০২.৩০মিঃ হতে ০৩:৪৫ মিঃ মধ্যে কতিপয় দুষ্কৃতিকারী মোঃ আশরাফুল ইসলাম (৫২), পিতা-মৃত ডাঃ আনিছুর রহমান, গ্রাম-গড়বাড়ী জিনারপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বাড়ী সংলগ্ন গরু খামার হতে ভয়ভীতি দেখিয়ে ০৭ টি বিভিন্ন বর্ণনার বকনা গরু ডাকাতি করে নিয়ে যায়। বর্ণিত ঘটনার বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ডাকাতি মামলা নেয়া হয়েছে যার মামলা নং-০৪/২৫৮, তাং ০৪/১২/২০২১খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। ঘটনা ঘটার সাথে সাথেই সংবাদ পেয়ে তাৎক্ষনিক গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্বাবধানে ¯^ল্প সময়ে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারসহ লুন্ঠিত গরু উদ্ধারের জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশের সমš^য়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গত ৭২ঘন্টায় পুলিশের ব্যাপক অভিযানে ডাকাত দলের সদস্য ১। মোঃ মিলন হোসেন @ মিলন (৩২), পিতা-মাইনুল ইসলাম, গ্রাম-রাইহোগ্রাম, বর্তমান সাং-নজরপুর, ২। মোঃ নরুজ্জামান (৩৮), পিতা-আঃ রহমান, সাং-মিরাপুর পাথরপুজা, উভয় থানা-গোমস্তাপুর, ৩। মোঃ মানিক (৩০), পিতা-মৃত আঃ জলিল, সাং-রাঘবপুর মুন্নাপুকুরপাড়, থানা ও জেলা-জয়পুরহাট সদর, ৪। মোঃ রহমত আলী (৩২), পিতা-আঃ খালেক, সাং-বংপুর, থানা-গোমস্তাপুর, ৫। মোঃ কুরবান আলী (২৮), পিতা-ইশারুদ্দিন, সাং-চককৃর্ত্তী ডুগলিভান্ডার, থানা-শিবগঞ্জ, ৬। মোঃ মুনসুর আলী (৪৫), পিতা-গোলাম কাদির, সাং-বাঙ্গাবাড়ী শ্যামপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত হওয়া ০৫ টি গরু উদ্ধার করা হয় এবং ডাকাতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ০১টি যানবাহন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ডাকাত দলের অন্যান্য আসামীদের গ্রেফতারসহ লুন্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত আছে।