জয়পুরহাটে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি(বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ এর শুভ উদ্বোধন

অদ্য ১২-১১-২০২১ খ্রি. শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় জেলা পুলিশ জয়পুরহাটের সার্বিক ব্যবস্থাপনায় জয়পুরহাট জেলা ক্রিড়া সংস্থা এর আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি(বালক ও বালিকা)অনুর্ধ্ব-১৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা।   প্রধান অতিথি বক্তব্যে বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা।তাই হারিয়ে যাওয়া খেলাটি অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ড. বেনজীর আহমেদ বিপিএম(বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের উদ্যোগে সমগ্র বাংলাদেশ কাবাডি খেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলায় আইজিপি কাপ (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ আন্তঃ থানা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর আয়োজন করা হয়।   তিনি বলেন, গ্রামাঞ্চলে কাবাডি খেলা ছিল সবচেয়ে জনপ্রিয় দলগত খেলা। শুধু স্বীকৃত খেলার মাঠ নয়, গ্রামের পাশের পতিত জমি, বালুচরসহ যে কোনো সুবিধাজনক জায়গায় কোর্ট বানিয়ে তরুণদের কাবাডি খেলার আহবান জনান।   এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজ্ঞ পিপি ও সভাপতি, জয়পুরহাট জেলা প্রেসক্লাব, জনাব মোহাম্মদ গোলাম হাক্কানী,আহবায়ক, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটি, জনাব নন্দলাল পার্শী, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটিসহ জয়পুরহাট জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage