পাবনা জেলার বিভিন্ন থানা সড়কে চুরি,ডাকাতি ছিনতাই হতে রক্ষা পেতে পুলিশ সুপার পাবনার নির্দেশে বিভিন্ন থানার ইনচার্জগন সিএনজি,ড্রাইভারদের সাথে মতবিনিময়

অপরাধ নিয়ন্ত্রনে জনসচেতনতা ও গুরুত্বপূ্র্ন ভূমিকা পালন করে। নিজেরা সচেতন হলে অনেক দু্র্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। বর্ষা মৌসুমে পাবনা জেলার বিভিন্ন থানার বিস্তৃত বিল সংলগ্ন সড়কে চুরি,ডাকাতি ছিনতাই হতে রক্ষা পেতে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদানের জন্য পুলিশ সুপার পাবনার নির্দেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন গতকাল সিএনজি, অটো ড্রাইভারদের সাথে মতবিনিময় করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage