০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার

বাদী নাচোল থানার জিডি নং- ৯৪৬, তারিখ- ২৮/০৮/২০২১ মূলে নাচোল থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় নাচোল থানাধীন নাচোল বাসস্ট্যান্ড মোড়ে বিশাল হোটেল এর সামনে পাকা রাস্তার উপর ইং ২৮/০৮/২০২১ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আলমগীর (৩৫) এর ডান হাতে থাকা একটি অ্যাশ কালারের স্কুল ব্যাগ যাহার উপরে Lotto লেখা, যাহার ভিতরে খাকি রংয়ের কসটেপ এবং আকাশি রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সুতলি দিয়ে বাঁধা অবস্থায় ০২ (দুই) কেজি শুকনো গাঁজা, মূল্য অনুমান- ৬০,০০০ (ষাট হাজার) টাকা এবং প্যান্টের ডান পকেটে মাদক বিক্রয়ের নগদ টাকা ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত টাকা) যাহার ভিতর ৫০০ টাকার নোট ৫টি, ১০০ টাকার নোট ৪০ টি সহ ০১ টি কালো রংয়ের SYMPHONY D54J মোবাইল, যাহাতে ০১ টি সির্ম কাড, নম্বর- ০১৭৭২-৫০৯৮১৪ এবং আসামী ২। মোঃ তরিকুল ইসলাম @ বাবু (২৪) এর ০১ টি কালো রংয়ের  Itel 2320B  মডেলের মোবাইল ফোন, যাহাতে ০১ টি সিম কার্ড, নম্বর-০১৭৭৪-২৬২২৫৬ উদ্ধার পূর্বক জব্দ তালিকা  মূলে উপরোক্ত গাঁজা জব্দ করেন। অতঃপর আসামীদ্বয় কে জিজ্ঞাসাবাদ করিলে তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছে মার্ম স্বীকার করে। বাদী নাচোল থানায় এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ, নাচোল থানার মামলা নং- ১৪, তারিখ- ২৮/০৮/২০২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৯ (ক)/৪১ রুজু করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage