প্রেস ব্রিফিং ০৩ টি মোটরসাইকেল এবং ০১ টি প্রাইভেট কার উদ্ধার সহ ছিনতাইকারী চক্রের ০২ সদস্য আটক। জনৈক জাহিদুল ইসলাম (২৫) পিতা-মোঃ সুলতান মাহমুদ, সাং-টেবুনিয়া, থানা-পাবনা সদর গত ০১/০৬/২১ খ্রি. তারিখে পাবনা ডিবি অফিসে অভিযোগ করেন যে, তার এপাচি মোটর সাইকেলটি গত ২৭/০৫/২১ খ্রি. তারিখে ভোর আনুমানিক ৬ টা নাগাদ পাবনা থানাধীন সিটগোডাউন মোড়ে একটি প্রাইভেট কারে করে ০৪ জন ছিনতাইকারী এসে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায় । পুলিশ সুপার, পাবনা মহোদয়ের নির্দেশক্রমে অদ্য ইং ০২/০৬/২০২১ তারিখ ০১.৩০ ঘটিকায় ডিবি, পাবনার একটি আভিযানিক দল পাবনা শহরের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাবনা সদরের মাঠপাড়া এলাকা থেকে আসামী ১। মোঃ সজেদুল ইসলাম সজিব (৩৩), পিতা-মোঃ মোঃ আবুল কাশেম, সাং-মাঠপাড়া, থানা-পাবনা সদর কে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটি সহ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভি্ত্তিতে আসামী ২। আতিকুর রহমান জনিক (৪২) কে আটক করে তার হেফাজত হতে চাটমোহর থানা এলাকা থেকে বাদীর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামীদের আরো জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে পলাতক আসামী রনি খা (৩০) এর বাসা হতে আরো দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় ।এ কাজে এখন পযন্ত চার জন আসামীর জড়িত থাকার প্রমান পাওয়া যাচ্ছে । অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে । ছিনতাই কাজে ব্যবহুত প্রাইভেট কারটির প্রকৃত মালিকানার কাগজপত্র এখনো পাওয়া যায়নি । আসামীগণের হেফাজত হতে উদ্ধারকৃত আইটেমের বর্ননা: ১। আসামী মোঃ সজিবের হেফাজত হতে একটি সাদা রংয়ের প্রাইভেট কার । ২। আসামী মোঃ জনির হেফাজত হতে ছিনতাই করা একটি এপাচি মোটরসাইকেল। ৩। পলাতক আসামী রনির বাসা হতে ০২টি মোটরসাইকেল (একটি ডিসকোভার এবং একটি ……) আসামীদের অপরাধ ইতিহাস: ১। আসামী জনি ইসলামের বিরুদ্ধে পাবনা থানায় একটি অস্ত্র, ০৩ টি মাদক মামলা রয়েছে ২। আসামী রনি খার বিরুদ্ধে........ ।