লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আঃ আলীম সংগীয় এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা সহ ইং ০১/১২/২০২০ তারিখ ১৭.২০ ঘটিকার সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা বাজারস্থ শ্রী সুমন (২৭), পিতা- নৃত নারায়ন ওরফে নারু শিল এর সেলুনের দোকানের পিছনে ফাঁকা জায়গায় হতে আসামী ১. (C651M) মোঃ মিজানুর রহমান ওরফে মিলন (২৫), পিতা- মোঃ আবু বক্কর দফাদার স্থায়ী : গ্রাম- বিরোপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।