নাটোর জেলার নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে নলডাঙ্গা থানার চৌকস টিম নাটোর সদর হইতে সাজা প্রাপ্ত আসামী মোঃ রনি মন্ডল পিতা- আয়ুব মন্ডল, সাং-পশ্চিম মাধনগর, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোরকে গ্রেফতার করেন।