কখনো চেক জালিয়াতি, কখনো নিয়োগ বাণিজ্য, এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থায় চাকুরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র।সম্প্রতি এ প্রতারক চক্রটি বারশত কোটি টাকার চেক জালিয়াতির পরিকল্পনা করে। তাদের এ পরিকল্পনার খবর জেনে যায় বগুড়া জেলা পুলিশ। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সম্পর্কে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে। অতি দ্রুত আটক করে চক্রের ৩ প্রতারককে। আটককৃতরা হলো, মোঃ রাব্বী শাকিল @ ডিজে শাকিল (৩২), মোঃ হুমায়ূন কবির (২৮) (আইটি এক্সপার্ট), মোঃ হারুন রশিদ @ সাইফুল (২৬) (ম্যানেজার)। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের তথ্য ও সনাক্ত মতে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষরিত বারশত এক কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার টাকার চেকের পাতা, পুলিশ বাহিনী এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও চুক্তিনামা, প্রিন্টার ও সিপিইউসহ ৩টি মনিটর, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভুয়া পরিচয় পত্র, বিভিন্ন কোম্পানির মোবাইল সিম কার্ড ৬০টি, ফেইসবুক আইডি ১২টি, ফেইসবুক পেইজ ৩৫টি, অনলাইন নিউজ পেপার ২২টি, ফেইক এডিটিং ডুকুমেন্ট ২ টেরা বাইট হার্ডডিক্স, ব্যাংক একাউন্ট ৭টি ইত্যাদি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।