এএসআই/মো: শুকুর আলী সংগীয় ফোর্সসহ ভোলাহাট থানার জিডি নং ১২৬, তারিখ- ০৫/০৫/২০২০ খ্রি. মূলে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানাধীন বড় জামবাড়ীয়া গ্রামের মাটিয়াবান নামক ব্রীজের উপর ০৫/০৫/২০২০ তারিখ সকাল ০৯.১৫ ঘটিকার সময় একজন আসামী মো: জসিম আলী (২৫), পিতা- মো: তোজাম্মেল হক স্থায়ী : গ্রাম- পিরোজপুর (ইউনিয়ন- সাহাবাজপুর) , উপজেলা/থানা- শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জকে সহ মোট ৮৬ (ছিয়াশি) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করেন। প্রতিটি কর্ক সংযুক্ত এবং প্রতিটি ফেন্সিডিল বোতলের লেভের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus “PHENSEDYL” 100ml, HIMACHAL PRADESH INDIA লেখা আছে। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ১০০০/- টাকা করিয়া (৮৬ ী ১০০০)= ৮৬,০০০/- (ছিয়াশি হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে আনয়ন করিয়া দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে বলিয়া জানা যায়। বাদী ধৃত আসামী সহ থানায় হাজরি হয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে ভোলাহাট থানার এফ আই আর নং-২/৪৭, তারিখ- ০৫ মে, ২০২০; জি আর নং-৪৭/২০২০, তারিখ- ০৫ মে, ২০২০; ধারা- 1974 সালের Special Power Act, 25-B (1)(b) /25-D রুজু করেন। মামলাটির তদন্ত কারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন, বিপি নং ৭৪৯২০৮৪২৩৯