করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সামনে থেকে লড়াই করে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, চেকপোস্ট ও টহল ডিউটির পাশাপাশি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অসহায় ও দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছে। নিজেদের বেতন ভাতার টাকা থেকে এমনকি রেশনের চাল,ডাল, তেল দিয়ে সাহায্য করে চলেছে নিম্নআয়ের মানুষদের। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নির্দেশনায় টিম নওগাঁ সর্বদা অসহায় ও দরিদ্র জনগণের পাশে রয়েছে। পুলিশ সুপার মহোদয় জানতে পারেন যে নিয়ামতপুর থানায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো করোনা ভাইরাসের কারণে মানবেতর জীবনযাপন করছেন। পরবর্তীতে তিনি ওসি, নিয়ামতপুর কে এ সম্পর্কে খোঁজ নিতে বলেন এবং অদ্য 17/4/ 2020 খ্রিস্টাব্দে তারিখে তিনি নিয়ামতপুর থানার 100 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে অর্থ সাহায্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় নিজে প্রতিটি বাড়িতে যেয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অর্থসাহায্য পরিবারগুলোর হাতে পৌঁছে দেন।