strong>রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নিদের্শনা মোতাবেক পিএসআই/ মোঃ আলমগীর হোসেন পিপিএম সঙ্গীয় এসআই মোঃ কামরুজ্জামান, এএসআই/ মোঃ মোসলেম উদ্দিন, এএসআই/ মোঃ তৌহিদুল ইসলাম, এএসআই/ মোঃ শহিদুল ইসলাম, এএসআই/ মোঃ আল মামুন সকলেই বাগমারা থানা, রাজশাহী। বাগমারা থানাধীন ১১নং গনিপুর ইউনিয়নের অন্তর্গত মাদারীগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ রাজিবুল ইসলাম @ রাজিব(২৪), পিতা- মোঃ আকতার মন্ডল, সাং- মতিয়াবিল মসজিদপাড়া, ২। মোঃ নুর উদ্দিন(৩০), পিতা-মোঃ বদিউজ্জামান মন্ডল, সাং- মতিয়াবিল পূর্বপাড়া, উভয় থানা- পবা, রাজশাহী মহানগর, রাজশাহীদ্বয় এবং আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত সর্বমোট ৫৪৫(পাঁচশত পয়তাল্লিশ )পিচ ইয়াবা ট্যাবলেট (এ্যামফিটামিন) এবং একটি লাল রংয়ের পুরাতন WALTON (STYLEX) 100 CC মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং #150FMG11ST06666#, চেসিস নং #WBST10011F06666# উদ্ধার করেন।