চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২০/০৯/১৯ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া ০৩নং ঝিলিম বাজার মোড় হইতে ১০৫ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ জিয়উল হক @ ঝড়ু (৪৯), পিতা- মৃত কায়েশ, সাং- বিনোদপুর বড় টাপ্পু, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপইনবাগঞ্জকে গ্রেফতার করে।