১। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ তোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন ৭নং বম্বু ইউনিয়নের অন্তর্গত ধারকী চার মাথার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হইতে ৭৫ বোতল ফেন্সিডিল, ওজন ৭৫০০ মি.লি., মূল্য অনুমান ৬০,০০০/- টাকা সহ ১. মোঃ নাজিম উদ্দিন(৩৫), পিতা- মৃত ফজর উদ্দিন, সাং- আলী সাকান্দা, থানা ও জেলা- টাঙ্গাইল, ২। মোঃ মাসুদ রানা(২৫), পিতা- মৃত শফির উদ্দিন, সাং- ভিটি, থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন। ২। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ জাকির আল আহসান সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত সুগারমিল এফ টাইপ কলোনীর উত্তর পার্শ্বে জনৈক শরিফুল ইসলাম @ ডালিম এর বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ লিটার চোলাই মদ, মূল্য অনুমান ৩,০০০/- টাকা সহ ১.শ্রী রিপন কর্মকার(২২), পিতা- মৃত রুপচাদ কর্মকার, সাং- বেলআমলা, থানা ও জেলাঃ জয়পুরহাট -কে গ্রেফতার করেন।