জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ০২ মাদক ব্যবসায়ী আটক

১। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ উজ্জল মিয়া সঙ্গীয়  ফোর্সসহ জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত চকগোপাল গ্রামস্থ জনৈক আকবর আলীর বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ৩০ বোতল ফেন্সিডিল,  ওজন ৩০০০ মি.লি, মূল্য অনুমান ২৪,০০০/- টাকা  সহ ১। মোঃ আকবরক আলী(২৯), পিতা- মোঃ সাহাবুদ্দিন, সাং- চকগোপাল,   থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন। ২। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ রুহুল আমিন সঙ্গীয়  ফোর্সসহ   জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভাস্থ সাগরপাড়া সাকিনস্থ জনৈক মোঃ খোকা মিয়া এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গা হইতে ২৫ পুড়িয়া শুকনা গাঁজা, ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ৬০০/- টাকা  সহ ১. মোঃ খোকা মিয়া (৫৮), পিতা- মৃত বিল্লাল মিয়া, সাং- সাগরপাড়া, , থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন







সর্বশেষ সংবাদ
DIG Homepage