১০০০ (এক হাজার) পিচ ভারতের তৈরী নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার

এস,আই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান মোল্যা, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, বগুড়া সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মমতাজ, কং/১০৬৫ অরুপ কুমার বিশ্বাস , কং/১০৪০ মোঃ মিজানুর রহমান , কং/১১৮৩ শ্রী মুকুল চন্দ্র, ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ সহ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালিন মোকামতলা বাস স্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, রংপুর হইতে ছেড়ে আসা ঢাকাগামী ‘ডিপজল’ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১০৬২ তে করিয়া একজন লোক নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) লইয়া ঢাকার দিকে যাইতেছে।  উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১৫/০৯/২০১৯ খ্রিঃ ০১.৩০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের H-2  আসনে যাত্রী বেশে বসে থাকা আসামী মোঃ রাজু মিয়া (৩৬) পিতা- মোঃ সাজু মিয়া, সাং- বড় মজিদপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর এর সিটের সামনে পায়ের নিকটে থাকা ০১টি কালো রংয়ের স্কুল ব্যাগ পাইয়া উক্ত ব্যাগটি তল্লাশীকালে ব্যাগের মধ্যে ০১টি সাদা রংয়ের শপিং ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় ১০০০ (এক হাজার) পিচ ভারতীয় তৈরী নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার করেন।  এ সংক্রান্তে শিবগঞ্জ থানার মামলা নং-১৫, তাং-১৫/০৯/২০১৯ ইং- ধারা-১৯৭৪ সনের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫-বি (২) রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage