ইং ০৫/০৩/২০২০ তারিখ ও ইং ০৬/০৩/২০২০ তারিখ পাঁচবিবি থানার এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা, এসআই (নিঃ) মোঃ সাগর সরকার, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে সর্বমোট ১০৬ বোতল ফেন্সিডিল, গাঁজা ২০০ গ্রাম এবং০৬ লিটার চোলাইমদ সহ ০৬ জনকে আটক করেন। আটককৃতরা হলেন- ১। মোঃ মোস্তাফিজুর রহমান @ লিটন (২৫) পিতা-মোঃ ফয়ছের আলী, গ্রাম-রায়পুর (রতনপুর বাজার), ২। মোঃ রফিকুল ইসলাম (২৫) পিতা-মোঃ দলিমুদ্দিন, গ্রাম-কয়া, ৩। মোঃ রুহানী (২০) পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-কোকতারা ঠাকুরবাড়ী রেললাইন সংলগ্ন, ৪। মোঃ শফিকুল ইসলাম (৪০) পিতা-মোঃ মিছির আলী, ৫। শ্রী দিপেন পাহান (২২) পিতা-মৃত শুকতা পাহান, ৬। মোঃ রবিউল ইসলাম (২৫) পিতা-মোঃ আঃ সালাম, সর্ব সাং-কলন্দপুর সর্ব থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।