১। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ মজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন ৫নং পুরানাপৈল ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ হাতিগাড়া গ্রামস্থ দক্ষিণ হাতিগাড়া জামে মসজিদ এর সামনে কাঁচা রাস্তার উপর হইতে ১৫ পুড়িয়া শুকনা গাঁজা, ওজন ২৫ গ্রাম, মূল্য অনুমান ৩০০/- টাকা সহ ১. মোঃ শাহজাহান আলী (৪৪), পিতা- মোঃ আঃ জলিল,সাং- হাতিগাড়া , থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন। ২। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র)/মোঃ তহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন ভাদশা ইউপির অন্তর্গত ভাদশা গুচ্ছগ্রাম মোড় হইতে ১০০ গজ পূর্বে জনৈক মোঃ বাচ্চু মিয়া(৭০), পিতা মৃত মন্দর আলীর বাড়ীর উত্তর পার্শ্বে ভাদসা থেকে ঘোসপাড়া গামী ইট বিছানো রাস্তার উপর হইতে ৩লিটার চোলাইমদ, মূল্য অনুমান ৯০০/- টাকাসহ ১. সতেন কর্মকার(৩৬), পিতা- মৃত সুরেন কর্মকার, সাং- ভাদসা ঘোষপাড়া, থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন। ৩। জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে জয়পুরহাট থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ জুয়েল আলী সরদার সঙ্গীয় ফোর্সসহ য়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার কাশিয়াবাড়ী কবিরাজপাড়া সাকিনস্থ জনৈক মোঃ হাসান শেখ, পিতা- মৃত জলিল শেখ এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গা হইতে ২৫ পুড়িয়া শুকনা গাঁজা, ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ৬০০/- টাকা সহ ১. মোঃ সামসুল হক @ বুদা (৫৫), পিতা- মৃত জহিম উদ্দিন শেখ, সাং- কাশিয়াবাড়ী (কবিরাজপাড়া), থানা ও জেলা- জয়পুরহাট -কে গ্রেফতার করেন।