জয়পুরহাট থানার সদর পুলিশ ফাঁড়ি কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট থানার মাদক বিরোধী অভিযানে সদর পুলিশ ফাঁড়ির  এসআই (নিরস্ত্র)/মোঃ আব্দুল মাজেদ সঙ্গীয়  ফোর্সসহ  জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত মাস্টারপাড়াস্থ ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর   হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১.৫ গ্রাম, মূল্য অনুমান ৩,৭৫০/- টাকা  সহ ১. মোঃ রাজু আহম্মেদ @ ভোলা(২২), পিতা- মৃত ইউনুছ আলী, সাং- বিশ্বাসপাড়া রেলবস্তি, থানা ও জেলাঃ জয়পুরহাট -কে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage