পাবনা জজ কোট প্রাঙ্গনে বিচার নিস্পত্তি ৬৫৪ টি মামলার আলামত ধ্বংস

অদ্য ০৪/০৯/২০১৯ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় পাবনা জজ কোট প্রাঙ্গনে বিচার নিস্পত্তি ৬৫৪ টি মামলার আলামত ধ্বংস করা হয়। সর্বমোট ৬৫৪ টি মামলার ২,৯৬৭ পিচ ইয়াবা, ৮২.১৫৮ কেজি ও ৩,২৮০ পুরিয়া গাঁজা , ০৪ টি গাঁজার গাছ, ১১৮ বোতল ও ৫৫০ মিঃলিঃ (লুজ) ফেন্সিডিল , ২৫.০২ গ্রাম ও ৬৯ পুরিয়া হিরোইন , ০৮ বোতল বিদেশি মদ , ১.৭৪০ লিটার জাওয়া এবং ১,৩৫০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। আলামত ধ্বংস অনুষ্ঠানে জনাব মোঃ বজলুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ পাবনা, জনাব আবু সালেহ্ মোঃ সালাহউদ্দিন খাঁ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবনা, জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, পাবনাসহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার বৃন্দ, বিচারক ও ম্যাজিস্ট্রেট গন উপস্থিত ছিলেন। সাম্প্রতিক কালে অধিক হারে মামলার বিচার নিস্পত্তি হওয়ার কারনে আলমতের বৃহৎ চালান ধ্বংস করা সম্ভব হচ্ছে। মামলার বিচার নিস্পত্তির দ্রততার এই হার অব্যাহত থাকলে আলামত ধ্বংস প্রক্রিয়া ভবিষ্যতে আরও গতিশীল হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage