Posted Date
: 25 Apr 2022
Posted By
: District
নাটোর সদর থানার বিট পুলিশিং মতবিনিময় সভার স্থিরচিত্র
২৫ এপ্রিল, ২০২২
নাটোর জেলার সদর থানাধীন বিট নং-৬ কাফুরিয়া ইউনিয়ন পরিষদে গত-২৪/০৪/২০২২ খ্রিঃ তারিখে বিট পুলিশিং মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশি সুপার ( প্রশাসন ও অর্থ), নাটোর, অফিসার ইনচার্জ, নাটোর, বিট অফিসার, অন্যান্য পুলিশ অফিসার ফোর্স এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। আলোচ্য সভায় আইন শৃংখলা সংক্রান্তে দিক নিদের্শনা মূলক বক্তব্যসহ বিট পুলিশিং গুরত্ব সম্পর্কে আলোচনা করেন।
সর্বশেষ সংবাদ