ভৌগলিক পরিচিতি

অবস্থান ও আয়তন:

প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য্যমন্ডিত বরেন্দ্র ভূমি সংলগ্ন নাটোর জেলা। ২৪.২৬ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯.৯ডিগ্রী দ্রাঘিমাংশে নারদ নদের উভয় তীরে নাটোর জেলা শহর অবস্থিত। নাটোর জেলার আয়তন ১,৯০২.৯১ বর্গকিলোমিটার। লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান। নাটোর জেলার উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা দক্ষিনে পাবনা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে রাজশাহী জেলা।

কৃষি জলবায়ু

নাটোর জেলা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এলাকায় অবস্থিত। উষ্ণ ও আদ্র জলবায়ু হলেও এ জেলা বাংলাদেশের চরমভাবাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম। এ জেলার লালপুরে গ্রীষ্মকালে মাঝে মাঝে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড হয়ে থাকে। বেশিরভাগ বৃষ্টিপাত মৌসুমী সময়েই হয়ে থাকে। ২০০৮ ও ২০০৯ সালের বাৎসরিক গড় বৃষ্টিপাত যথাক্রমে ১৮১৯ ও ১৬৫৭ মিমি। আপেক্ষিক আর্দ্রতার গড় সর্বোচ্চ ৯০% (জুলাই-সেপ্টেম্বর) এবং গড় সর্বনিম্ন ৭১% (জানুয়ারি-এপ্রিল) বজায় থাকে।

মাটির ধরণ

এ জেলা পলল ভূমি ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত পাললিক ভুমি। অধিকাংশ মাটির ধরণ হচ্ছে দোআঁশ-এঁটেল দোআঁশ এবং এতে অল্প পরিমাণে জৈব পদার্থ বিদ্যমান ।