Posted Date
: 16 Oct 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানায় ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার
১৬ অক্টোবর, ২০১৯
বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ আসামী মোঃ বিপ্লব কুমার দেবনাথ (৩০) পিতা শ্রী বিকাশ দেবনাথ সাং- কৈপাড়া (চক নাটাপাড়া) থানা-বগুড়া সদর, জেলা বগুড়া ইং-১৫/১০/২০১৯তারিখ ১১.১৫ ঘটিকার সময় ২০পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ০২গ্রাম ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হইয়াছে।
সর্বশেষ সংবাদ